ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝাড়খন্ডে পুলিশের ওপর মাওবাদীদের হামলায় নিহত ৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝাড়খন্ডে পুলিশের ওপর মাওবাদীদের হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে  মাওবাদী হামলায় নিহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। সরাইকেলা-খরসোঁয়া জেলার  তিরুলডিহি থানা এলাকার কুকুড়ু গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বিকেলে কুকুড়ুতে সাপ্তাহিক হাট বসেছিল। হাটে টহল দিচ্ছিল পুলিশ। আট থেকে ১০ জন মাওবাদীর একটি দল বাজারে এসে পুলিশদের ঘিরে ধরে গুলি চালায়। দু’জন এএসআই ও তিন জন কনস্টেবল মারা যান। মাওবাদীরা নিহত পুলিশদের আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে গিয়েছে।

এর আগে  ২৭ মে সরাইকেলা খরসোঁয়াতেই মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটালে আট জন কোবরা জওয়ান নিহত হন, আহত হন ১৫ জন।

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস হামলার নিন্দা জানিয়ে বলেছেন ‘পুলিশ সদস্যদের আত্মত্যাগ বৃথা যাবে না’। মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রঘুবর বলেছেন,‘এ রাজ্যে তাদের শেষ দিনগুলো তারা গুনতে পারে।’

সূত্র : আনন্দবাজার  ও এনডিটিভি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়