ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কেঁপে উঠল নিউজিল্যান্ড

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেঁপে উঠল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪।

স্থানীয় সময় ভোর ৫টার দিকে নির্জন কারমাডেক দ্বীপে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিএনএন জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নিউজিল্যান্ডের তাওরাঙ্গা শহর থেকে ৯২৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে নর্থ আইল্যান্ড দ্বীপের ৩৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সেখানে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা বাতিল করা হয়।

তবে সুনামি সতর্কতা বাতিল করা হলেও উপকূল এলাকা থেকে সবাইকে দূরে নিরাপদ স্থানে সরে যেতে বার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়