ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাপানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :  জাপান উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটে হোনশু দ্বীপের ৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে এটি আঘাত হেনেছে। এ ঘটনার পরপর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

তবে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,  নিগাদা প্রিফেকচারের মুরাকামি এলাকায় ৬ মাত্রার বেশি কম্পন অনুভূত হয়েছে। ইয়ামাগাতা প্রিফেকচারে কম্পনের মাত্রা ছিল ৬ এর নিচে। উত্তর-পশ্চিমের প্রধান দ্বীপটিতে শূন্য দশমিক ২ থেকে এক মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়