ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে এরদোয়ানের দলের হার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে এরদোয়ানের দলের হার

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট এরদোয়ানের অর্থনৈতিক ও রাজনৈতিক নীতি নিয়ে তুরস্কের জনগণ যে সন্তুষ্ট নয় তার জবাব পাওয়া গেলো ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে। এই পুনর্নির্বাচনে আবারও জয়ী হয়েছেন প্রধান বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র (সিএইচপি) প্রার্থী ইকরাম ইমামোগলু।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইকরাম ইমামোগলু ৫৪ দশমিক ২১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মার্চে অনুষ্ঠিত ইস্তাম্বুলের মেয়র নির্বাচনেও জয় পেয়েছিলেন তিনি। রোববার ঘোষিত ফলে দেখা গেছে, তিন মাসের আগের ওই নির্বাচনের তুলনায় এবার তার ভোটের সংখ্যা বেড়েছে।

ক্ষমতাসীন দল একে পার্টি ভোটে অনিয়মের অভিযোগ তোলায় মার্চের ওই নির্বাচন বাতিল করে দিয়েছিল তুরস্কের নির্বাচন কমিশন।

রোববার ইমামোগলুর লক্ষাধিক সমর্থক ইস্তাম্বুলের সড়কে নেমে তার বিজয় উদযাপন করে।

সমর্থকদের উদ্দেশে ইমামোগলু বলেছেন, ‘আজ এই শহরে আপনারা গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন। ধন্যবাদ ইস্তাম্বুল।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেককে অভিনন্দন জানাতে এসেছি। আমরা এই শহরে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা বিচার প্রতিষ্ঠা করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই সুন্দর শহরে আমরা ভবিষ্যতকে তৈরি করব।’

২০০৩ সাল থেকে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের পর তাকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা  বলে মনে করা হয়। এ পর্যন্ত দেশটির একাধিক জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে জয় পেয়েছে এরদোয়ানের দল একে পার্টি। তবে সম্প্রতি এরদোয়ানের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের কারণে তার দলের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়