ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কৃষি ব্যাংকের প্রাক্তন ডিজিএম কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষি ব্যাংকের প্রাক্তন ডিজিএম কারাগারে

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন ডিজিএম জুবায়ের মনজুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা চার মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জুবায়ের মনজুর। অপরদিকে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারগারে পাঠানোর আদেশ দেন। তবে এক মামলায় তাকে জামিন দেন আদালত।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, পরস্পর যোগসাজশে প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের প্রাক্তন এ ডিজিএমের বিরুদ্ধে মামলা হয়। মামলায় এই আসামিসহ অন্য আসামিদের বিরুদ্ধে ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়