ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘সরকার একদলীয় শাসনের চিরস্থায়ী রূপ দিতে চাইছে’

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকার একদলীয় শাসনের চিরস্থায়ী রূপ দিতে চাইছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ‘মিথ্যা ও উদ্ভট’ মামলায় জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিককে গ্রেপ্তারের ঘটনায় রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

 

হাবিব উল্লাহকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী তাদের কাঙ্খিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রুপ দিতে বিরোধীদলের নেতা-কর্মীদেরকে ক্রমাগত মিথ্যা, উদ্ভট ও বানোয়াট মামলায় জড়ানো, জুলুম নির্যাতন এবং গ্রেপ্তার করছে। হাবিবকে গ্রেপ্তারের  বর্তমান সরকারের হিংসাশ্রয়ী রাজনীতিরই বহিঃপ্রকাশ।’

 

মির্জা ফখরুল বলেন, ‘হত্যা, গুম, অপহরণ, মিথ্যা  মামলা দায়ের, গ্রেপ্তার, কারান্তরীণ এবং দমনপীড়ন চালিয়ে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা যাবে না। এদেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না।’

 

বিএনপি মহাসচিব অবিলম্বে হাবিবের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়