ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ধর্মঘট স্থগিত

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক রংপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা আন্দোলন স্থগিত করেছেন।

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নেতৃত্বে সমঝোতা বৈঠকের পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে শ্রমিকরা আন্দোলন স্থগিত করেন।

বৈঠকে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আনিছুজ্জামানসহ খনির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বড়পুকুরিয়া কয়লা খনির ১০৪১ জন শ্রমিক চাকরি স্থায়ীকরণের দাবিতে রোববার দুপুর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যান। ফলে রোববার দুপুর থেকে কয়লা উত্তোলন বন্ধ ছিল।

কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক আওরঙ্গজেব সম্রাট জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৫০  সদস্যে একটি প্রতিনিধি দল ঢাকায় জ্বালানী মন্ত্রণালয়ে গিয়ে  বৈঠক করবে।

 

 

 

রাইজিংবিডি/রংপুর/১১ জানুয়ারি ২০১৭/নজরুল মৃধা/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়