ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৪ ঘণ্টায় ১৩ লাখ টাকা জরিমানা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টায় ১৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : শক্ত অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

ট্রাফিক আইন অমান্য করলে কাউকেই ছাড় দিচ্ছে না। গত ২৪ ঘণ্টায় আইন না মানায় রাজধানীতে ১২ লাখ ৬৫ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

রোববার বিকেলে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘শনিবার রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার অভিযোগে জরিমানার পাশপাশি ৪ হাজার ১৯৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। ১০৯টি গাড়ি ডাম্পিং ও ৪৬৯টি গাড়ি রেকারও করা হয়। ট্রাফিক পুলিশের এ অভিযান আগামীতে অব্যাহত থাকবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়