ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহের ১১ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহের ১১ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের পাগলা থানার ১১ রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত  প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার রাজধানীর ধনমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান এবং সমন্বয়ক সানাউল হক।

১১ আসামির মধ্যে গ্রেপ্তারকৃত ৫ আসামির নাম প্রকাশ করেছে তদন্ত সংস্থা। এরা হলেন-মো. খলিলুর রহমান মীর (৬২) মো. সামসুজ্জামান অরফে আবুল কালাম (৬৫) মো. আব্দুল্লাহ (৬২), আব্দুল মালেক আকন্দ অরফে আবুল হোসেন (৬৮), রইছ উদ্দিন আজাদী অরফে আক্কেল আলী (৭৪)। এরা সবাই বর্তমানে জামায়াত-বিএনপির সমর্থক বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পলাতক ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী ৪টি অভিযোগ আনা হয়েছে ।




রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়