ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গোবিন্দ কালিনগর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মাইনুদ্দিন (৬০)। তিনি স্ত্রী, সন্তান, শাশুড়িকে নিয়ে টঙ্গীর আরিচপুরে ভাড়া থাকতেন।

গাজীপুর জজ কোর্টের পিপি হারিছ উদ্দিন আহমদ জানান, দাম্পত্য কলহের জেরে ২০১০ সালের ২৯ জুন স্বামী মাইনউদ্দিন তার স্ত্রী নাজমুন নাহার স্বপ্নাকে (৪৫) পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং মাইনুদ্দিনকে আটক করে।

এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম বাদী হয়ে মাইনুদ্দিনকে আসামি করে ওই দিনই টঙ্গী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন তদন্ত শেষে ওই বছরের ৭ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন এবং ২০১১ সালে ২৪ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পাঁচ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত সোমবার ওই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে পিপি হারিছ উদ্দিন আহমদ এবং আসামিপক্ষে ওয়াহিদুজ্জামান আকন মামলাটি পরিচালনা করেন ।



রাইজিংবিডি/গাজীপুর/২০ ফেব্রুয়ারি ২০১৭/হাসমত আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়