ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উদ্ধার প্রাডো গাড়িটি অপহৃত হেফজুর রহমানের

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উদ্ধার প্রাডো গাড়িটি অপহৃত হেফজুর রহমানের

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে গত ১৯ জানুয়ারি উদ্ধার হওয়া প্রাডো গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে।

গাড়ির মালিক জাতীয় পার্টি (মঞ্জু) নেতা খন্দকার হেফজুর রহমান। তিনি প্রায় দেড় বছর আগে ঢাকার গুলশান থেকে অপহৃত হয়েছিলেন।

সোমবার রাতে খন্দকার হেফজুর রহমানের স্ত্রী সালেহা বেগম কাপাসিয়া থানায় এসে গাড়িটি শনাক্ত করেন। কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া এ তথ্য জানিয়েছেন।

সালেহা বেগমের বরাত দিয়ে দুলাল মিয়া জানান, খন্দকার হেফজুর রহমান জাতীয় পার্টি (আনোয়ার হোসেন মঞ্জু) থেকে ব্রাক্ষণবাড়িয়া-৪ (কসবা) আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ঢাকার বাড্ডার বাসা থেকে খন্দকার হেফজুর রহমান নিজস্ব প্রাডো গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে গুলশানের উদ্দেশে রওনা হন। ওই সময় গাড়িতে তার সঙ্গে দেহরক্ষী শওকত, আব্দুল আওয়াল, চালক শাহ আলম ছিলেন। গাড়িটি গুলশান-১ এর চেক পোস্টের লিং রোডে পৌঁছালে অপরিচিত কয়েকজন গাড়ির গতিরোধ করে এবং অস্ত্রের মুখে হেফজুর রহমানসহ সকলকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। ১৭ দিন পর দেহরক্ষী শওকত, আব্দুল আওয়াল, চালক শাহ আলম ফিরে আসেন এবং ঘটনা স্ত্রী সালেহা বেগমকে জানান। এ ব্যাপারে সালেহা বেগম ২৫ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করেন।

এসআই দুলাল জানান, বর্তমানে খন্দকার হেফজুর রহমান নিখোঁজ এবং তার দেহরক্ষী শওকত, আব্দুল আওয়াল, চালক শাহ আলম পলাতক রয়েছেন।

গত ১৯ জানুয়ারি কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে গাড়িটি কাপাসিয়া থানা পুলিশ উদ্ধার করে। গাড়িতে ব্যবহৃত নম্বর ঢাকা মেট্রো- ঘ-১১-২০২৯ লেখা ছিল। পরে কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া আদালতের অনুমতি নিয়ে গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর দিয়ে বিআরটিএতে অনুসন্ধান চালায়।



রাইজিংবিডি/গাজীপুর/২১ ফেব্রুয়ারি ২০১৭/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়