ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাদা প্যানেলে ভোট দিতে ২২ আইনজীবীর আহ্বান

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাদা প্যানেলে ভোট দিতে ২২ আইনজীবীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে (সাদা প্যানেল) সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আইয়ুবুর রহমানকে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন ২২ জন বিশিষ্ট আইনজীবী।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় যৌথভাবে এই সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যৌথসভায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আবদুর রহমান, বি এম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, বিপ্লব বড়ুয়াসহ আরো অনেকে।

যৌথসভায় ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আইয়ুবুর রহমানকে সম্মিলিতভাবে সমর্থন দেওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে সাদা প্যানেল অন্তর্ভুক্ত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ২২ বিশিষ্ট ও সিনিয়র আইনজীবী। তারা হলেন- বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেত মজুমদার, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট সরদার মো নুরুজ্জামান, আবু সাঈদ সাগর, সৈয়দ রেজাউর রহমান, ঢাকা বারের প্রাক্তন সভাপতি আফসার উদ্দিন খান, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের শেখ আকতারুল আলম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ডেজ আই খান পান্না, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্রাহ আবু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য কাজী নজিবুল্লাহ হিরু, শ ম রেজাউল করিম, ঢাকা বারের প্রাক্তন সভাপতি মোখলেছুর রহমান বাদল, ফকির দেলোয়ার হোসেন, মো ইসরাফিল, শেখ হেমায়েত, সাইদুর রহমান মানিক, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের শাহজাহান চৌধুরী, জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিমল বিশ্বাস, ফরিদ আহমেদ, জাতীয় আইনজীবী পরিষদের সভাপতি এম এন জামান ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান তরফদার।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ