ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রাজিব হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জের শিশু আরাফাত হোসেন সাইফ হত্যা মামলার একমাত্র আসামি শাকিল আহমদকে (২১) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেল চারটায় ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সানা মো. মারুফ হোসাইন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলা শহরের ওষুধ ব্যবসায়ী নূর হোসেন ওরফে লোটাসের ছেলে আরাফাত হোসেন সাইফ (৮) স্থানীয় শিশু একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র। প্রতিদিনের মত গত ২০১২ সালের ৭ অক্টোবর সাইফ স্কুল থেকে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর তার মামা আবু সাঈদ ওরফে পিন্টু স্থানীয় থানায় দোকান কর্মচারী শাকিল আহমদকে আসামি করে অপহরণ মামলা দায়ের করে। ওইদিন বেলা ১টার দিকে পুলিশ আসামি শাকিল আহমদকে আটক করে।

শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ পার্শ্ববর্তী হেলা গ্রামের একটি আখখেত থেকে পলিথিনে মোড়া সাইফের লাশ উদ্ধার করে। পূর্বশক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল।

বুধবার বিকেলে বিচারক আসামি শাকিল আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ইসমাইল হোসেন বাদশা ও আসামিপক্ষে ছিলেন মো. আবু তালেব।



রাইজিংবিডি/ঝিনাইদহ/২২ ফেব্রুয়ারি ২০১৭/রাজিব হাসান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়