ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইসলামী ছাত্রীসংস্থার ৬ কর্মী গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসলামী ছাত্রীসংস্থার ৬ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী এলাকা থেকে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় কদমতলী থানার ওসি (তদন্ত) আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বিকেলে কদমতলী থানাধীন তুষারধারা আবাসিক এলাকার মাহমুদা ভিলার ৪র্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় খাদিজাতুজ জোহরা ওরফে জাকিয়া, মাসুমা আক্তার, নাসরিন সুলতানা, রওশন জাহান, ফাতেমাতুজ জোহরাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এদের বাড়ি চাঁদপুর এবং পটুয়াখালীতে। এদের মধ্যে তিনজন ইডেন মহিলা কলেজে অনার্সে পড়েন। গ্রেপ্তারকৃতরা পড়াশোনার পাশাপাশি ইসলামী ছাত্রীসংস্থার হয়ে কাজ করেন। ওই বাড়িতে তারা গোপন বৈঠকের জন্য মিলিত হন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়