ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৪০০ রান পেরিয়ে নর্থ জোন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০০ রান পেরিয়ে নর্থ জোন

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বিসিবি নর্থ জোন।

সংক্ষিপ্ত স্কোর: বিসিবি নর্থ জোন ৪১২/৬ (নাঈম ইসলাম ১২৫ ও ধীমান ঘোষ ৬৩)। এ জুটির সংগ্রহ ৯৮ রান।

লিড: ২৩১ রানের।
 

নাজমুলের পর নাঈমের সেঞ্চুরি: গতকাল প্রথম দিনেই ৪ রানে অপরাজিত ছিলেন নাঈম ইসলাম। আজ সেই ইনিংসকে টানতে টানতে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সেঞ্চুরি পূরণ করতে ২১৮ বল মোকাবেলা করে ১৫টি বাউন্ডারি হাঁকান তিনি।

নাসিরকে ফেরালেন মোশাররফ: শরীফুল্লাহর পর নর্থ জোন শিবিরে আঘাত হানলেন মোশাররফ হোসেন রুবেল। বিসিবি নর্থ জোনের নাসির হোসেনকে আউট করেন মোশাররফ। ব্যক্তিগত ৮ রানে ওয়ালটনের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাসির।

সেঞ্চুরি করা নাজমুলকে ফেরালেন শরীফুল্লাহ: ব্যাট হাতে আজ দ্বিতীয় দিনে ক্রিজে নেমে ওয়ালটনের বোলারদের বেশ ভুগিয়েছেন নর্থ জোনের ব্যাটসম্যান নাজমুল হোসেন। বিপদজনক হয়ে উঠা নাজমুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান ওয়ালটনের বোলার শরীফুল্লাহ। সাজঘরে ফেরার আগে ১৪২ বলে ১২৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি।

শতরান ছাড়িয়ে নর্থ জোনের লিড: দ্বিতীয় দিনের ব্যাটিং দৃঢ়তায় ওয়ালটনের বিপক্ষে নিজেদের লিড শতরান ছাড়িয়ে গেছে বিসিবি নর্থ জোন।  নাজমুল হোসেন ও নাঈম ইসলামের দারুণ ব্যাটিং দৃঢ়তায় লিড নিয়েছে নর্থ জোন।

নাজমুলের সেঞ্চুরি: বিসিএলের পঞ্চম রাউন্ডে ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুুরির দেখা পেয়েছেন বিসিবি নর্থ জোনের নাজমুল হোসেন। দ্বিতীয় দিনের শুরতেই জুনায়েদ সিদ্দিকের আউটের পর আজ ক্রিজে নামেন তিনি। নাঈম ইসলামের সঙ্গে অসাধারণ এক জুটিতে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন। ১১৪ বল মোকাবেলা করে ১৭টি চারের সাহায্যে শতরান পূর্ণ করেন তিনি।


টস জিতে গতকাল শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি বিসিএলের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন। বিসিবি নর্থ জোনের বোলারদের বোলিং তোপে মাত্র ১৮১ রানেই অলআউট হয়েছে তারা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকালই ৬৩ রান তুলতে ৩ উইকেট হারায় বিসিবি নর্থ জোন।

গতকাল প্রথম দিনের শেষে ১৭ রানে অপরাজিত ছিলেন বিসিবির নর্থ জোনের জুনায়েদ সিদ্দীক। আজ চতুর্থ দিনের শুরুতে তাকে ফেরান ওয়ালটনের বোলার শাহাদাত হোসেন। নুরুল হাসান সোহানের হাতে ধরা পড়ার আগে ৯৯ বল মোকাবেলা করে ৪১ রান করেন জুনায়েদ।

বোলিংয়ে বিসিবি নর্থ জোনের পর গতকালই প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিল ওয়ালটন। শুরুতে ব্যাট করা ওয়ালটনের ১০ উইকেটের পর, ৩ উইকেট হারায় বিসিবি। ফলে প্রথম দিনে ১৩ উইকেটের পতন হয় সিলেটে। বলা যায় প্রথম দিনটি বোলারদের দখলেই ছিল। আজও বল হাতে সেরাটা জানান দেওয়ার অপেক্ষায় থাকতে পারে ওয়ালটনের বোলাররা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়