ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষাসচিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষাসচিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক: আদালত অবমাননার দায়ে শিক্ষাসচিবসহ ৬ জনকে কেন দোষী সাব্যস্ত করা হবে না, তা জানাতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।

আদালতের আদেশে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুলের অ্যাডহক কমিটির নির্বাচন না করায় ও আদালতের রায় অনুযায়ী বেসরকারি স্কুলের কমিটি গঠনে আইন তৈরি না করায় এ রুল জারি করা হয়েছে।

অন্য পাঁচজন হলেন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব নাজমুল হাসান খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ সুফিয়া খাতুন, অ্যাডহক কমিটির সদস্য এনামুল হক আবুল ও অপারেষ চন্দ্র সাহা।

আগামী চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/শাহনেওয়াজ/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়