ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোবিন্দগঞ্জে ২৯ সাঁওতালের জামিন

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোবিন্দগঞ্জে ২৯ সাঁওতালের জামিন

গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জের সাবেহগঞ্জ ইক্ষু খামারে অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা-ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় পুলিশের করা মামলায় ২৯ সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, ২০১৬ সালের ৯ আগস্ট সাহেবগঞ্জ ইক্ষু খামারে অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা-ভাঙচুর ও অস্ত্র লুটের অভিযোগে ৩২ জন নামীয় ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন বাঙ্গালি ও আদিবাসীর নামে মামলা করে পুলিশ।

ওই মামলায় আজ ৩২ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। বিচারক শুনানি শেষে ২৯ সাঁওতালের জামিন মঞ্জুর করেন।

তিনি আরো জানান, ৩২ সাঁওতালের মধ্যে ২৯ জনের জামিন হলেও বাকি তিন সাঁওতালের জামিনের বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত হয়নি।

এরা হলেন, ভূমি উদ্ধার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান, সাঁওতাল নেতা রাফায়েল ও ফিলিমন।

প্রসঙ্গত : ২০১৬  সালের ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বাপ-দাদাদের জমি উদ্ধারের দাবিতে সাহেবগঞ্জ এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেন সাঁওতালরা। সেইদিন সমাবেশ থেকে পুলিশ দুইজন আদিবাসীকে আটক করে।

এর প্রতিবাদে আদিবাসী সাঁওতালরা চড়াও হয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা-ভাঙচুর ও একটি অস্ত্র লুট করে বলে অভিযোগ করা হয়।



রাইজিংবিডি/গাইবান্ধা/২০ মার্চ ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়