ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবদুল্লাহ আবু সায়ীদের দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবদুল্লাহ আবু সায়ীদের দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে ল্যাবএইড হাসপাতাল।

বিশ্বসাহিত্য কেন্দ্রের তথ্য কর্মকর্তা তানিয়া আফরোজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পা পিছলে পড়ে গিয়ে তার কোমর আর পায়ের জয়েন্টের অংশ ভেঙ্গে গেছে। সেখানে অস্ত্রোপচার করা হবে। তবে কবে অস্ত্রোপচার করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তানিয়া আফরোজ বলেন, গত শনিবার সন্ধ্যায় একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রোগামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার জন্য গাড়ি কাছে যাচ্ছিলেন। গাড়ি পার্কিং করা ছিলো বাংলাভিশনের উল্টো পাশে। ওই সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল। রাস্তা পার হওয়ার সময় রোড ডিভাইডার থেকে তিনি পা পিছলে পড়ে আহত হন। তখন তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৯ মার্চ রোববার রাতে তাকে শমরিতা হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। ল্যাবএইড হাসপাতালেই তার অস্ত্রোপচার করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়