ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : নিয়মিত উচ্ছেদের অংশ হিসেবে সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়েছে।

এ সময় অননুমোদিত বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া এসব এলাকার সড়কের পাশে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে মিরপুরের ছয় নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পার্কিংয়ের স্থলে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ‘স্বপ্ন সুপার শপ’ এর একটি সিঁড়ি ভেঙ্গে ফেলাসহ তিন দিনের মধ্যে সুপার শপ সরিয়ে নেওয়ার মুচলেকা নেয় ভ্রাম্যমাণ আদালত।

কার পার্কিংয়ের স্থলে অবৈধভাবে নির্মিত তিনটি দোকান ও একটি বেবিশপ উচ্ছেদ করা হয়। এ ছাড়া দুটি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অবৈধ অংশ অপসারণ করা হয়। 

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আতিকুর রহমান এ তথ্য জানান।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৭/আসাদ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়