ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পর্তুগালের বর্ষসেরা ফুটবলার রোনালদো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্তুগালের বর্ষসেরা ফুটবলার রোনালদো

পর্তুগিজ ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালটা কেটেছে স্বপ্নের মতো। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর জাতীয় দলকে প্রথমবার এনে দিয়েছেন ইউরোর শিরোপা। পুরস্কার হিসেবে জিতেছেন এবারের ব্যালন ডি’অর। এবার পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

অনুমিতভাবেই পর্তুগালের বর্ষসেরা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন রোনালদো। সোমবার রাতে পর্তুগিজ ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠান  ক্লাব সতীর্থ পেপে এবং স্পোর্টিং সিপির গোলকিপার রুই প্যাট্রিকোকে পেছনে ফেলে দেশের ফুটবলে সবচেয়ে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছেন ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড।

রোনালদো আগেই জানিয়েছেন, ২০১৬ সালটা ছিল তার কাছে বিশেষ বছর। পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর সেটিই আরেকবার বললেন সিআর-সেভেন, ‘আমার জন্য বছরটা ছিল খুবই স্পেশাল। কারণ একমাত্র ইউরোর শিরোপাটাই আমার অধরা ছিল। আমি পর্তুগালের মানুষের ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের ওপর ভরসা রেখেছে বলেই ইউরো জেতা সম্ভব হয়েছে।’

 


রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়