ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে (২৮) হত্যার অভিযোগে আদালত স্বামী লুৎফর শেখকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লুৎফর শেখ রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

লুৎফর খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার গোনালী গ্রামে নিজ বাড়িতে স্বামী লুৎফর শেখ স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ওই হত্যার ঘটনায় সাবিনার মা সখিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডুমুরিয়া থানার উপপরিদর্শক লস্কর জাহিদুল একই বছরের ২১ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এনামুল হক।



রাইজিংবিডি/খুলনা/২২ মার্চ ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়