ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুরনো গাড়ি : ৫৮ মামলা, সোয়া লাখ টাকা জরিমানা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুরনো গাড়ি : ৫৮ মামলা, সোয়া লাখ টাকা জরিমানা

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ২০ বছরের বেশি পুরনো ও মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫৮টি মামলা ও ১ লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানাসহ এক চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর কমলাপুর, মতিঝিলসহ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নেতৃত্বে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জেলা প্রশাসন যৌথভাবে পৃথক দুটি দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে।

মতিঝিল ও গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার। তিনি ৩১ হাজার টাকা জরিমানা, ১৮টি মামলা এবং এক চালককে ২০ দিনের কারাদণ্ড দেন।

কমলাপুর ও বাবুবাজর এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। তিনি ৪০টি মামলা ও ৮৩ হাজার ৪০০ টাকা জরিমানা দায়ের করেন।

ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন রাইজিংবিডিকে বলেন, অভিযানে ৫৮ মামলা, সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি ডিএসসিসিতে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাস ৫ মার্চ থেকে রাজধানীতে আর চলতে দেওয়া হবে না। এরই ধারাবাহিকতায় আজ এ অভিযান পরিচালিত হয়।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/আসাদ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ