ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বহিরাগত আটক, মিলেছে এনবিআর কর্মচারীর সংশ্লিষ্টতা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বহিরাগত আটক, মিলেছে এনবিআর কর্মচারীর সংশ্লিষ্টতা

নিজস্ব প্রতিবেদক : শত কোটি টাকার বন্ড জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রসহ জহিরুল ইসলাম খান নামের এক বহিরাগতকে আটক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তির সঙ্গে এনবিআরের এক কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে জহিরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জহিরুল ইসলাম খান নিজেকে তানিসা গ্রুপের কমার্শিয়াল ম্যানেজার  হিসেবে পরিচয় দিয়েছেন।



এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘‘এনবিআর তিন ‘স’ নীতিতে চলছে। এই তিন ‘স’ হলো- সক্রিয়, সচেতন ও সজাগ। দুষ্টের দমন হিসেবে এনবিআর বরাবর কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে সজাগ রয়েছে। এরই ধারাবাহিকতায় এনবিআরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ একজন বহিরাগতকে আটক করা হয়েছে। যিনি বিভিন্ন মিথ্যা পরিচয় দিয়ে এনবিআর থেকে অবৈধ সুবিধা নিতে চেয়েছিলেন। তাকে সিআইসি জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদকালে তার কাছে বন্ডসহ বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে এনবিআরের এক কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাঠ পর্যায়ের সব অফিসকে এসব বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।’

এ বিষয়ে এনবিআর সূত্র জানায়, অবৈধ সুবিধা নিতে তদবিরের জন্য তিনি এনবিআর চেয়ারম্যানসহ বিভিন্ন জনের দপ্তরে যান। বিষয়টি সন্দেহজনক  মনে হলে  এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তাকে জিজ্ঞাসাবাদ করে। সিআইসির মহাপরিচালক মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে  বহিরাগতকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে  তিনি নিজের কাছে বন্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র থাকার কথা স্বীকার করেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়