ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘স্কেচ ম্যাপ’ তৈরি, চলছে অভিযানের প্রস্তুতি

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্কেচ ম্যাপ’ তৈরি, চলছে অভিযানের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির পাঠানপাড়ায় ‘জঙ্গিদের’ অবস্থান নেওয়া বাড়িতে অভিযান চালাতে স্কেচ ম্যাপ তৈরি করা হয়েছে। এখন চলছে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি।

পাঁচতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ‘জঙ্গিরা’ অবস্থান করছে। সেখানে অভিযান চালাতে ইতিমধ্যে সিলেট পৌঁছেছে বিশেষায়িত টিম সোয়াত।

অভিযান চালাতে ওই বাড়ির প্রবেশপথসহ সম্ভাব্য সকল স্থানের ‘স্কেচ ম্যাপ’ তৈরি করে পুলিশ। সোয়াত টিম আসার পর অভিযানের চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।



মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, অভিযানের জন্য স্কেচ ম্যাপ তৈরি করা হয়েছে। চূড়ান্ত অভিযানের পরিকল্পনা চলছে।

এদিকে সোয়াত টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ভবন ঘিরে অবস্থান নিয়েছেন। সঙ্গে আছে র‌্যাব, পুলিশ, ডিবি, পিআইবি, সিটি এসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

বৃহস্পতিবার দিবাগত রাত রাত ৩টা থেকে পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে নারীসহ একাধিক ‘জঙ্গি’র অবস্থান বলে পুলিশের ধারণা।



রাইজিংবিডি/সিলেট/২৪ মার্চ ২০১৭/কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়