ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সহকারী কমিশনারের অফিসের দিকে যাচ্ছিল হামলাকারী

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহকারী কমিশনারের অফিসের দিকে যাচ্ছিল হামলাকারী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে এক যুবক আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এর আগে সে ওই জায়গায় থাকা ডিএমপির উত্তরা জোনের সহাকরী কমিশনার (এসি- ট্রাফিক) অফিসের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম রাইজিংবিডিকে জানান, গোল চত্বরে উত্তরা জোনের সহকারী কমিশনারের (এসি ট্রাফিক) অফিস আছে। ওই অফিসের দিকে যাচ্ছিল সেই যুবক। অফিসের কাছাকাছি এসে সে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, যখন বোমা বিস্ফোরণ হয় তখন সামনে পুলিশের এক কনস্টেবল ছিলেন। তিনি তার হাতে থাকা বন্দুক ওই যুবকের দিকে তাক করেছিলেন, সেটা দেখেছি কিন্তু গুলি করেছিলেন কি না সেটা বুঝতে পারিনি। কারণ বোমা বিস্ফোরণে বিকট শব্দ হয়েছিল।

এদিকে হামলার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট সেখানে পৌঁছে আলামত সংগ্রহ করছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের সামনের গোলচত্বরের পাশে পুলিশ চেকপোস্টের সামনে আত্মঘাতী হামলা চালায় ২৫-৩০ বছর বয়সি এক যুবক। এতে সে নিহত হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়