ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনা জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান থেকে ৭ কেজি ওজনের ৬০টি সোনার বার জব্দ  করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

উদ্ধার করা প্রতিটি সোনার  বারে ১০ তোলা করে মোট ৬ কেজি ৯৯০ গ্রাম।  এসব সোনার দাম প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।

রোববার বিকেলে ব্যাংকক থেকে আসা টিজি ৩২১ বিমানের ইকোনমি ক্লাসের সিট কাভারের ভেতর থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে ওই বিমানের সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই সিটে কোনো যাত্রী ছিল না।  তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়