ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তিন প্রতিষ্ঠানকে ৩ লক্ষাধিক টাকা জরিমানা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন প্রতিষ্ঠানকে ৩ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সাসলিক ও ক্যাপ্রিকর্ন ফাস্টফুড ফ্যাক্টরি এবং ইউনিমার্ট সুপার শপকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার ক্ষুণ্ন করায় জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা।

মঞ্জুর-ই-মওলা জানান, বৃহস্পতিবার কুড়িলে অবস্থিত সাসলিক ফ্যাক্টরিতে ফ্রিজারে একই সঙ্গে হিমায়িত মাংস, সবজি ও পনির রাখা অবস্থায় দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে কর্মীরা গ্লাভস এবং অ্যাপ্রনবিহীনভাবে কর্মরত থাকায় ভ্রাম্যমাণ আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করে। একই এলাকায় অবস্থিত ক্যাপ্রিকর্ন ফাস্টফুড ফ্যাক্টরিকেও অপরিচ্ছন্ন রান্নাঘর, অস্বাস্থ্যকরভাবে কেক তৈরি, কর্মীদের ফিটনেস সার্টিফিকেট না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে গুলশান-২ এ অবস্থিত অভিজাত সুপার শপ ইউনিমার্টে অভিযান চালিয়ে ফ্রিজারে একই সঙ্গে বিভিন্ন খাবার হিমায়িত রাখা, মেয়াদোত্তীর্ণ, পচা এবং  মেয়াদ উল্লেখবিহীন পণ্য রাখার দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান তিটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে তিনটি মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়