ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘর্ষ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫২, ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডি থানা এলাকায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সাময়িকভাবে হাসপাতালের সেবা কর্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ মাহমুদ মুঠোফোনে রাইজিংবিডিকে জানিয়েছেন, সকাল ১০টার দিকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে বহিরাগতদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, সকালে ওই হাসপাতাল থেকে বহিষ্কার হওয়া চিকিৎসক আবদুর রউফের নেতৃত্বে কিছু বহিরাগত হাসপাতাল দখল করতে যায়। এ সময় তারা মেডিক্যালের বিভিন্ন বিভাগের দরজায় তালা দেয়। পরে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা তাদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। রোগী ও চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই।




রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়