ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কৃষ্ণা কাবেরী হত্যার বিচার শুরু

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষ্ণা কাবেরী হত্যার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী বাইন হত্যা মামলায় কে এম জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে জহিরুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন আসামি জহিরুলের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে বিচারক আগামী ২৫ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২ ইকবাল রোডে নিজ বাসায় খুন হন বিআরটিএর উপপরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বাইন। ওই ঘটনায় সীতাংশু শেখর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন গত বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।




রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭ /এমএ খান/উজ্জল /সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়