ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজধানীতে শিশু গৃহকর্মী উদ্ধার, গৃহকর্ত্রী আটক

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে শিশু গৃহকর্মী উদ্ধার, গৃহকর্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকার একটি বাসা থেকে জাহানারা খাতুন চুমকি নামের নির্যাতিত এক শিশু গৃহকর্মীকে উদ্ধার ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই গৃহকর্মীর বয়স ৮ থেকে ১০ বছর।

রোববার সন্ধ্যায় দারুস সালাম টাওয়ারের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে থেকে চুমকিকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারে সহযোগিতা করেছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নামের একটি মানবাধিকার সংগঠন।

মানবাধিকার সংগঠনটির কর্মী রোকেয়া বেগম জানান, তারা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন যে ওই বাসায় চুমকিকে নির্যাতন করা হয়। বিষয়টি তারা দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুজ্জামানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে ফোর্স পাঠান ও শিশুটিকে উদ্ধার করেন।

তিনি আরো জানান, শিশুটিকে ওই বাসায় গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। আঙুল মুচড়িয়ে ভেঙে দেওয়া হয়েছে। তার শরীরে অনেকগুলো ক্ষতচিহ্ন আছে।

ওসি মো. সেলিমুজ্জামন বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হবে। এ ঘটনায় গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়