ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৫০ মাদক ব্যবসায়ী ও সেবীকে পুনর্বাসন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫০ মাদক ব্যবসায়ী ও সেবীকে পুনর্বাসন

নিজস্ব প্রতিবেদক : মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ৫০ জনের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে তাদেরকে ৫০টি সেলাই মেশিন ও ৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

শনিবার ঢাকার সরকারি তিতুমীর কলেজে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে তাদের সেলাই মেশিন ও টাকা দেওয়া হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ প্রমুখ।

স্বারষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার সফল হয়েছে। এখন সরকার অপরাধীদের অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। তাদের কাজের সুযোগ করে দিচ্ছে।

ডিসি মোস্তাক আহমেদ জানিয়েছেন, মাদক ব্যবসায়ী ও সেবীদের পুনর্বাসনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আরো দুই শতাধিক মাদক ব্যবসায়ী ও মাকদ সেবনকারী আছেন, তাদেরও পুনর্বাসন করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়