ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেন্ট্রাল হাসপাতালের পরিচালক গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্ট্রাল হাসপাতালের পরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর মৃত্যুর অভিযোগে করা মামলায় সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ রাইজিংবিডিকে বলেন, ‘বৃহস্পতিবার রাতেই ডা. কাশেমকে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাইয়ে নিশ্চিত হয়ে তাকে শুক্রবার গ্রেপ্তার দেখানো হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

থানা থেকে জানা গেছে, ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী সেন্ট্রাল হাসপাতালের নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়েছেন। তাদের খুঁজে পাচ্ছে না পুলিশ।

উল্লেখ্য, বুধবার জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। এ সময় চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে চৈতির সহপাঠীরা হাসপাতালে ভাঙচুর করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়