ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নরসিংদীতে ভেজালমুক্ত খাদ্য বিষয়ক প্রচারণা

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে ভেজালমুক্ত খাদ্য বিষয়ক প্রচারণা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী শহরের ভেলানগরস্থ গ্র্যান্ড রেস্টুরেন্টে ওয়ালটনের ব্যবসায়ীদের নিয়ে ভেজালমুক্ত খাদ্যের বিষয়ে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ কমিটি আয়োজিত আলোচনাসভায় উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে সতেচনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ কমিটির উপদেষ্টা মো. এমদাদুল হক সরকার, গবেষণা সম্পাদক শাহ শহীদ চৌধুরীসহ ওয়ালটনের কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য বক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় আলোচনায় মো. এমদাদুল হক সরকার বলেন, ‘সুস্থভাবে বেঁচে থাকার জন্য ভেজালমুক্ত খাদ্য প্রয়োজন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে খাদ্যে ভেজাল দিচ্ছেন। তারা দেশ ও জাতির শত্রু। আসুন আমরা জাতির এই শত্রুদের প্রতিহত করি।’

 


তিনি আরও বলেন, ‘আর চুপ করে থাকার সময় নেই। আমাদের সন্তানদের সুস্থভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে। আপনারাও ভেজালমুক্ত খাদ্যের দাবিতে সোচ্চার হোন।’ 

কমিটির গবেষণা সম্পাদক শাহ শহীদ চৌধুরী বলেন, ‘সারা দেশে চিত্রনায়ক আমিন খানের নেতৃত্বে ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ আন্দোলন শুরু হয়েছে। ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমরা দেশকে ভেজালমুক্ত খাদ্যের দেশে পরিণত  করবই ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা আন্দোলনে সমর্থন প্রকাশ করেন এবং নিজ নিজ অবস্থানে থেকে এই লক্ষ্যে কাজ করবেন বলে অঙ্গীকার করেন। 



রাইজিংবিডি/নরসিংদী/১৯ মে ২০১৭/গাজী হানিফ মাহমুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়