ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পল্লবী জেনেভা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় মামলা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পল্লবী জেনেভা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে জেনেভা ক্যাম্পে উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। নয় জনের নাম উল্লেখ করে এ মামলা করেন স্থানীয় কাউন্সিলর আব্দুর রউফ নান্নু। মামলায় ৫/৬ শ’ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।

উত্তর সিটি করপোরেশন রোববার এ অভিযান পরিচালনা করতে গেলে বাধা দেন স্থানীয়রা। এতে উচ্ছেদ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির রাইজিংবিডিকে বলেন, ‘এলাকার শান্তি বা জননিরাপত্তা বিঘœ ঘটায় কাউন্সিলর বাদি হয়ে সোমবার গভীর রাতে এ মামলা করেন। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, রোববার সকালে উচ্ছেদ অভিযান শুরু হলে জেনেভা ক্যাম্পের বাসিন্দারা বাধা দেয়। এক পর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও বিকেল ৩টার দিকে সেখানে আবারও সংঘর্ষ ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু সাংবাদিকদের বলেন, ‘কোনো আগাম নোটিশ না দিয়ে ক্যাম্প উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। অভিযানে অনেক ভবন ভেঙে ফেলা হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়