ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তদন্ত কমিটির মুখোমুখি রেইনট্রি হোটেল কর্মকর্তারা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তদন্ত কমিটির মুখোমুখি রেইনট্রি হোটেল কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন রেইনট্রি হোটেলের এমডি ও জিএম।

বৃহস্পতিবার বিকেল ৪টার পর হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এ এইচ আদনান হারুন এবং মহাব্যবস্থাপক (জিএম) ফ্রাঙ্ক ফরগেট কমিশনে আসেন। এ সময় আইনজীবীও ছিলেন। এর কিছুক্ষণ পরই হোটেলটির দুই প্রধান কর্মকর্তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কমিটির সদস্যরা।

উল্লেখ্য, ২৮ মার্চ রাজধানীর বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়ে অপরাপর বন্ধুদের সহায়তায় ধর্ষণের শিকার হন দুই তরুণী। ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন তারা। গত ২৩ মে এক চিঠির মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদের জন্য মানবাধিকার কমিশন কার্যালয়ে তলব করা হয়। হোটেল কর্তৃপক্ষের আচরণ কিংবা বনানী থানা পুলিশের মামলা নেওয়ার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হওয়ার অভিযোগে কমিশন তদন্ত কমিটি গঠন করে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়