ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মালিতে পর্যটনকেন্দ্রে হামলায় নিহত ২

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালিতে পর্যটনকেন্দ্রে হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : মালির একটি পর্যটন অবকাশ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন।

দেশটির নিরাপত্তামন্ত্রী সালিফ ত্রাওরে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি জিহাদি হামলা। মালিয়ান বিশেষ বাহিনী এ ঘটনায় হস্তক্ষেপ করেছে এবং জিম্মিদের মুক্ত করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এ ঘটনার সময় দুর্ভাগ্যজনকভাবে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ফ্রাঙ্কো-গ্যাবোনিজ।’

মালির রাজধানী বামাকোর পূর্বে লি ক্যামপিমেন্ট কাংগাবা নামের অভিজাত পর্যটন কেন্দ্রে এ হামলা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বন্দুকধারীও নিহত হয়েছেন।

মন্ত্রী ত্রাওরে বলেছেন, ‘নিহত দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করেছি আমরা। অন্য দুজনের মৃতদেহ খোঁজা হচ্ছে।’ তিনি জানিয়েছেন, একজন বেসামরিক লোকসহ এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

নিরাপত্তা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পর্যটন অবকাশ কেন্দ্র থেকে ৩২ অতিথিকে উদ্ধার করা হয়েছে। মালির বিশেষ বাহিনী, দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বাহিনী ও ফ্রান্সের সন্ত্রাসবিরোধী বাহিনী যৌথভাবে পাল্টা হামলায় অংশ নেয়।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হলে পশ্চিমা পর্যটকরা অবকাশ কেন্দ্র থেকে বেরিয়ে যেতে শুরু করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়