ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিভিন্ন স্থানে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

উজ্জল বিশ্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিভিন্ন স্থানে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : বজ্রপাতে ফরিদপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, ঝালকাঠি ও পটুয়াখালীতে স্কুলছাত্রসহ আটজনের মৃত্যু হয়েছে। সোমবার এই সব ঘটনা ঘটে। রাইজিংবিডির জেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

ফরিদপুর : সদর উপজেলার কবিরপুর গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন ওমর আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওমর আলীর বাড়ি নাটোর জেলায়।

এ ছাড়া সোমবার সকালে তিন দিনমজুর জেলার চরভদ্রাসন উপজেলার ছমির ব্যাপারী ডাঙ্গী এলাকায় মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে কাবুল নামে এক দিনমজুরের মৃত্যু হয়। কাবুলের বাড়ি কুষ্টিয়া জেলায়। এ ঘটনায় অপর দুই দিনমজুর আহত হন।

মানিকগঞ্জ : শিবালয় উপজেলার বরুলিয়া গ্রামে বজ্রপাতে রুহুল শেখ (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় নালী বরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

কুষ্টিয়া : দৌলতপুর উপজেলায় বজ্রপাতে বাদশা (১৭) নামে এক কিশোরের মৃত্যু  হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  বাদশা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।  এ সময় তার ভাই রাজা আহত হয়।

মাগুরা : মাগুরায় সোমবার দুপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সদরের মঘি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আসাদ শেখ (৫০) ও নালিয়ারডাঙ্গি গ্রামের রিপু জোয়ারদারের ছেলে পলন্দি জোয়ারদার (৪০)।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আসাদ ও পলন্দি আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি : জেলার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে সোমবার দুপুরে বজ্রপাতে জাকির হোসেন আকন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি নবগ্রাম ইউনিয়নের খাদৈখিরা গ্রামের গের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুল হক আখন্দ বলেন, বাড়ির পাশের জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই কৃষক।

পটুয়াখালী : জেলার দুমকি উপজেলায় সোমবার ‍দুপুরে বজ্রপাতে মাওলানা মো. কাদের গাজী (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। কাদের গাজী উপজেলার শ্রীরামপুর গাজী বাড়ির মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/মনিরুল/আশরাফুল/কাঞ্চন/আনোয়ার/অলোক বিলাস/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়