ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এএসপি মিজান হত্যায় প্রতিবেদন ৩০ জুলাই

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এএসপি মিজান হত্যায় প্রতিবেদন ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক : হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩০ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার এজাহার আদালতে এলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ দিন ধার্য করে দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার দুপুরে মিরপুরের রূপনগর থানার বিরুলিয়া ব্রিজের পাশ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের ছোট ভাই মাসুম তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে রূপনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল আলম জানান, মিজানুর রহমানের বাসা উত্তরার ৫ নম্বর সেক্টরে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হন মিজানুর। এরপর বেলা ১১টা পর্যন্ত তার সঙ্গে পরিবারের কারো যোগাযোগ হয়নি। রাস্তা দিয়ে একটি বাস যাওয়ার সময় যাত্রীরা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

ওসি আরো জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। লাশের গলায় কাপড় পেঁচানো ছিল। এ কারণে তাদের ধারণা, মিজানুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়