ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডায় শেফালী আক্তার শেফা ওরফে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় উত্তর বাড্ডার থানা রোডের একটি বাসা থেকে নাসরিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবার। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নাসরিন ইডেন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শ্রীপুর ‍উপজেলার মহেশপুরে। তিনি তার স্বামী তরিকুল ইসলামের সঙ্গে উত্তর বাড্ডার ওই বাসায় থাকতেন। এ ছাড়া ওই বাসায় তার ভাসুর আবু বকর ও জা  হাসিনা বেগম থাকতেন।

হাসিনা বেগম রাইজিংবিডিকে জানান, সেহেরি খেয়ে ঘুমাতে যায় নাসরিন। সকালে ও দুপুরে সে না ওঠায় তিনি বিকেলের দিকে ডাকতে যান। সে সময় না উঠলে তিনি ও তার স্বামী নাসরিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, ‘সকালে তার স্বামী বাসা থেকে বের হয়ে গেছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো  যোগাযোগ করা যায়নি।’

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়