ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভেনেজুয়েলায় গণভোটে গুলিতে নারী নিহত

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেনেজুয়েলায় গণভোটে গুলিতে নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধীদের আয়োজনে অনুষ্ঠিত গণভোট চলাকালীন এক সেবিকা গুলিবিদ্ধি হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া আরো তিনজন আহত হয়েছেন।

রোববার ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময় মোটারসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে। এ সময় জিওমারা সলিডেড স্কট নামে ওই সেবিকাসহ চারজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়ার কয়েক মিনিট পর তার মৃত্যু হয়।

ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার কারণে গত এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হয়েছে।

নির্বাচন পর্যবেক্ষণকারী এক দল জানায়, রোববার ৭ মিলিয়নের বেশি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নির্বাচন পর্যবেক্ষণকারী ওই দলের আইনগত কোনো বৈধতা নেই। এদিকে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এই গণভোটকে অবৈধ বলে উল্লেখ করেছেন।

সংবিধান সংশোধনের প্রশ্নে লাতিন আমেরিকার এই দেশটির বিরোধী দলগুলো একতরফাভাবে এই গণভোটের আয়োজন করেছে। ক্ষমতাসীন দল সংবিধান সংশোধনের জন্য নতুন একটি পার্লামেন্ট গঠন করতে পারে কি না, সেই ব্যাপারে জনমত যাচাই করাই এই অনানুষ্ঠানিক গণভোটের উদ্দেশ্য। গণভোটে আরেকটি প্রশ্ন ছিল ২০১৮ সালে মাদুরোর মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচন দেওয়া উচিত কি না।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়