ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শাহবাগের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহবাগের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনা তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) মীর রেজাউল আলমকে কমিটির প্রধান করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, ‘কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।’

জানা গেছে, রোববার বিকেলে এ কমিটি করা হয়। কমিটির অন্যরা হলেন ভারপ্রাপ্ত ডিসি ডিবি (দক্ষিণ) মোহাম্মদ শহীদুল্লাহ ও এডিসি রমনা আশরাফুল আলম।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে ছাত্ররা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এ সময় গুরুতর আহত হন সিদ্দিকুর রহমানসহ আরও কয়েকজন ছাত্র।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়