ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুই জঙ্গির মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই জঙ্গির মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন মো. নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। 

২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারসহ সারা দেশে একযোগে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীকে মৃত্যুদণ্ড দেন শরীয়তপুরের বিচারিক আদালত।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়