ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে `বন্দুকযুদ্ধে' অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে রূপনগরের পানি উন্নয়ন বোর্ডের পাশে এ ঘটনা ঘটে। পরে সকাল ৬টার দিকে তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান রূপনগর থানার এসআই মমিনুর রহমান।

আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বয়সি ওই দুই ব্যক্তির পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তাদের দুজনেরই মাথায় গুলি লেগেছে।

গোয়ন্দা পুলিশের দাবি, তারা ছিনতাইকারী ছিল। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পারিবারিক পরিচয় জানাতে পারেনি।

এসআই মমিনুর রহমান জানান, ভোরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন তারা। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, 'তারা পেশায় ছিনতাইকারী বলে তথ্য ছিল।'

ডিবি থেকে জানা গেছে, প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা রূপনগর থানা এলাকায় অবস্থান করছে, এমন তথ্য পেয়ে ওই এলাকায় যায় ডিবি। ডিবির অবস্থান বুঝতে পেরে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। ডিবি পাল্টা গুলি ছুড়লে সেখানে থাকা দুজন গুলিবিদ্ধ হন। আরো কয়েকজন পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি ছুরি, একটি লোহার রড ও ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে ডিবির বরাত দিয়ে জানিয়েছেন মমিনুর রহমান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়