ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর  উপজেলায় তোফাজ্জল হোসেন নামে এক যুবককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ফুলপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের  আব্দুল মোতালেব, আব্দুল হারিজ, চানু ও শহীদ। 

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৩ সালের ৭ জুলাই ফুলপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের আবদুল খালেকের ছেলে তোফাজ্জলকে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন। এ ঘটনায় ফুলপুর থানায় তোফাজ্জলের বাবা আব্দুল খালেক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ১৯৯৯ সালের ১৬ মে আসামিরা খালাস পান। পরে মামলার বাদী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনর্বিচারের জন্য ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ  দ্বিতীয় আদালতে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

 

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/২৬ জুলাই ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়