ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মনজিল মোরসেদকে হত্যার হুমকি, থানায় জিডি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনজিল মোরসেদকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : হত্যার হুমকি পেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

টেকনো ড্রাগ ফার্মা নামের ক্যানসার প্রতিষেধক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের কর্মীরা তাকে হত্যার হুমকি দিয়েছেন, এ অভিযোগ এনে বুধবার জিডি (নং- ১৫২৩) করেন মনজিল মোরসেদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

সাধারণ ডায়েরিতে মনজিল মোরসেদ অভিযোগ করেছেন, আজ আদালত থেকে বের হওয়ার সময় তাকে হত্যার হুমকি দেয় টেকনো ড্রাগ ফার্মার কয়েকজন কর্মী। তবে তাদের তিনি চেনেন না বলে জিডিতে উল্লেখ করেছেন।

নিয়মনীতি না মেনে বেশ কয়েকটি ওষুধ কোম্পানি অ্যান্টি ক্যানসার ওষুধ উৎপাদন করছে, এ অভিযোগ এনে হাইকোর্টে একটি রিট করেছিলেন মনজিল মোরসেদ। এর রায়ে আদালত আদেশ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ একটা কমিটি করে পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে। আজ এ প্রতিবেদন দাখিলের তারিখ ছিল।

এ বিষয়ে মনজিল মোরসেদ বলেন, ‘তারা আজ আদালতে একটি প্রতিবেদন দাখিল করেছে। কিন্তু সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো প্রতিনিধি ছিলেন না। এটাতে আমরা বিরোধিতা করেছি। তাদের আবেদন মঞ্জুর হয়নি।’  

তিনি বলেন, ‘আমি কোর্ট থেকে বের হয়ে আসার সময় গেটে টেকনো ড্রাগ ফার্মার কয়েকজন, যাদেরকে আমি চিনি না, তারা আমাকে হত্যার হুমকি দেয়। এমনকি ২৪ ঘণ্টার সময় দেয় তাদের পথ থেকে সরে দাঁড়ানোর জন্য। এ বিষয়ে আমি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং আদালতকে অবহিত করেছি।’

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘এজন্য আমি আদালতে বলেছি, যারা আমাকে হুমকি দিয়েছে তাদের আইনের আওতায় আনা এবং সঠিক তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়