ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৬০ জনের দণ্ড

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৬০ জনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক : ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৬০ জনকে জরিমানা করেছে ঢাকা ট্রাফিক উত্তর বিভাগ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উত্তরা ট্রাফিক জোন এয়ারপোর্ট ক্রসিংয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এ সময় ব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে যাওয়ায় ৬০ জনকে ৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার প্রবীর কুমার রায় সাংবাদিকদের বলেন, ‘জরিমানা করা আমাদের উদ্দেশ্যে নয়, জনগণকে ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন এবং উদ্বুদ্ধ করাই এ অভিযানের উদ্দেশ্য। ভবিষ্যতে মোবাইল কোর্ট কার্যক্রম আরো জোরদার করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়