ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কাহিনিচিত্র

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কাহিনিচিত্র

বিনোদন ডেস্ক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বাঙালি জাতির জীবনে একটি কালো দিন। এ দিন  স্বাধীন বাংলাদেশের স্থপতি, ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এই সত্য ঘটনা অবলম্বনে ‘মহামানবের দেশে’ নামে গল্প লিখেছেন নাট্যকার ও গীতিকবি সহিদ রাহমান। এ গল্প নিয়ে নির্মিত হয়েছে কাহিনিচিত্র। ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ নামে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন এই নির্মাতা।

এতে অভিনয় করেছেন দেশের প্রখ্যাত দুই অভিনেতা তারিক আনাম খান ও ফজলুর রহমান বাবু। প্রধান নারী চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মিমালা। এছাড়াও দেখা যাবে মঞ্চের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরীকে।

কাহিনিচিত্র প্রসঙ্গে নাট্যকার সহিদ রাহমান বলেন, ‘প্রতিটি বাঙালি বঙ্গবন্ধুর অবদানের প্রতি ঋণী। সেই ঋণ তো কোনোদিন শোধ করার মতো নয়, তবু তার আদর্শ কত তীব্রভাবে সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়েছিল তা দেখানোর চেষ্টা করেছি। আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি এটা ঋণ শোধের অতি ক্ষুদ্রতম প্রয়াস।’


অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পে অভিনয়কে শুধু অভিনয় নয়, দায়বদ্ধতা মনে করি। নিজে মুক্তিযুদ্ধ করেছি তাই এই কাহিনিচিত্রে কাজ করতে গিয়ে বার বার মুক্তিযুদ্ধের সেই সময়ে ফিরে গিয়েছি। সহিদ রাহমান একটি সত্য ঘটনার সঙ্গে দারুণ আবেগি একটি গল্প লিখেছেন। আশা করি, কাহিনিচিত্রটি মানুষকে তাড়িত করবে।’

শর্মিমালা বলেন, ‘আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি। তাই সেই সময়ের গল্পে কাজ করতে গিয়ে বেশ পড়াশোনা করতে হয়েছে। একজন মুক্তিযোদ্ধা তার প্রেমিকা বা স্ত্রীকে (আমাকে) ছেড়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনে যুদ্ধে গেল এবং দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় চলে যায়। খুবই আবেগি গল্প, মন দিয়ে কাজ করেছি। আশা করছি, দর্শক এই কাহিনিচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে নতুন মাত্রায় আবিষ্কার করবেন।’


সম্প্রতি পুবাইল ও উত্তরার বিভিন্ন স্থানে টানা ৭দিন এ কাহিনিচিত্রের দৃশ্যধারণের কাজ হয়েছে। ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ কাহিনিচিত্রটি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়