ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বায়তুল মোকাররমে ১৬ কেজি স্বর্ণসহ আটক এক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বায়তুল মোকাররমে ১৬ কেজি স্বর্ণসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে ১৬ কেজি ২৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এ সময় রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।  আটক স্বর্ণের মূল্য প্রায় ৮ কোটি টাকা।

শনিবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রবিউল ইসলাম নামের একজনের কাছ থেকে ১৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব স্বর্ণের বারের ওজন ১৬ কেজি ২৪০ গ্রাম। আটক ব্যক্তির বাড়ি কক্সবাজার জেলার সদর উপজেলায়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদ থাকায় শনিবার দুপুর থেকেই সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শুল্ক গোয়েন্দার একটি দল মার্কেটে অবস্থান করে। এ সময় বাংলাদেশ জুয়েলার্স সমিতিকে অবহিত করলে সমিতির প্রতিনিধিসহ অভিযান চালিয়ে বিকেলে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে রবিউল ইসলাম জানায়, তিনি রমজান মাস থেকে উত্তরায় ফুটপাতে কাপড় বিক্রি করতেন। কিন্তু এ থেকে আয়-রোজগার কম হওয়ায় তিনি সেই ব্যবসা ছেড়ে দেন। কিছুদিন আগে পরিচয় হওয়া আকাশ নামে এক ব্যক্তি ১০ হাজার টাকার চুক্তিতে বায়তুল মোকাররম মার্কেটে যেকোনো স্বর্ণের দোকানে এটি পৌঁছে দিতে বলেন।

ওই ব্যক্তি স্বর্ণের বারগুলো একটি চামড়ার ব্যাগে নিয়ে এসেছিল। প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ১৪০টি বারের মোট ওজন ১৬ কেজি ২৪০ গ্রাম।

চোরাচালানের মামলায় ওই ব্যক্তিকে  গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/এম এ রহমান/সাইফ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়