ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রেকর্ডের সামনে মেসি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেকর্ডের সামনে মেসি

মেসি ও রামোস, দুজনের সামনেই রেকর্ডের হাতছানি

ক্রীড়া ডেস্ক : এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তার। লিওনেল মেসির সামনে এবার আরেকটি রেকর্ডের হাতছানি।

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ক্লাসিকো জয়ের রেকর্ড জাভি হার্নান্দেজের। প্রাক্তন বার্সা প্লেমেকার ৪২ ম্যাচের ১৭টিতে জিতেছেন। জয়ের সংখ্যাটা মেসির চেয়ে এক বেশি। মেসি অবশ্য ম্যাচ খেলেছেন ৩৪টি।

ন্যু ক্যাম্পে রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে জিতলেই মেসি জাভিয়ে ছুঁয়ে ফেলবেন, আর দুই লেগেই জিতলে ছাড়িয়ে যাবেন।

বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে ৩৫ ম্যাচে ১৫ জয় নিয়ে মেসির পরেই আছেন আন্দ্রেস ইনিয়েস্তা। সব মিলিয়ে রেকর্ডটা রিয়াল মাদ্রিদের পাকো জেন্তোর (২১ জয়)।

জয়ের রেকর্ডটা না হয় জানা গেল, হারের রেকর্ড?

ক্লাসিকোতে সবচেয়ে বেশি হারের রেকর্ডটা যৌথভাবে চারজনের- রিয়ালের সার্জিও রামোস, রাউল ও মানোলো সানচিজ এবং বার্সেলোনার হুয়ান সেগারা। সবাই হেরেছেন ১৬টি করে।

খুব শিগগিরই হয়তো ‘বিব্রতকর’ এই রেকর্ডটা নিজের করে নেবেন রামোস!

তথ্যসূত্র : মার্কা ডটকম।




রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়