ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এসিসহ গুলিবিদ্ধ ৩

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এসিসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ডিবি পশ্চিম বিভাগের সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ অপর দুইজন হলেন- সেলিম ও পুলিশের সোর্স মৃদুল (২২)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় গেন্ডারিয়া নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

রাতে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া হাসপাতালে থেকে সাংবাদিকদের এসব তথ্য জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুরে অভিযান চালানো হয়। সেখানে পুলিশ সন্ত্রাসী দলকে ঘিরে ফেলে। অভিযানের এক পর্যায়ে রাহুল এক অস্ত্রধারী সন্ত্রাসীকে জাপটে ধরেন। তখন অন্য এক সন্ত্রাসী তাকে গুলি করে। গুলিটি তার বুকের বাম দিকে লাগে। তবে চিকিৎসকেরা বলেছেন রাহুল আশঙ্কামুক্ত।

তিনি আরো জানান, এ ঘটনায় মৃদুল নামে পুলিশের এক সোর্স ও সেলিম নামে একজন আহত হয়েছেন। সেলিম পেশায় গাড়ি চালক বলে জানা গেছে। তিনি ওই সময় একটি টঙ দোকানে বসে চা খাচ্ছিলেন। 

দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে সাংবাদিকদের জানান ডিএমপি কমিশনার।



রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়